Saturday 19 November 2016

Drive Against Food Adulteration
 
Staff reporter, Surzo, Dhaka-1215 
19 November
 
A whole variety of adulterated food are getting caught by mobile courts across the country. The mobile courts are actively operating their inspections and punishing almost all the hotel managers for using unsafe food ingredients and for keeping their kitchen unhygienic. The mobile courts have also caught the restaurant people red handed while using in food chemicals and artificial colors, which are usually used in dying cloths.
 
The BSTI (Bangladesh Standard and Testing Institute) experts said in an exclusive interview "Some dishonest and unscrupulous businessmen and hotel owners are not maintaining the rules of BSTI and continue to sell foods unfit for human consumption." A professor of Food and Nutrition Department of Dhaka University said, "Substandard and unhygienic food stuffs are being sold in most of the hotels and restaurants indiscriminately." 
 
As a result of eating stale and unsafe food, people are suffering from serious diseases including diarrhea and dysentery round the year." Most of the consumers opine that BSTI should be more active, law enforcing agencies should be more dynamic, and media should come forward to create awareness among the people.
 Write a report on Fire on a Garments Factory.

Fire on a Garment Factory

Staff Reporter, The Daily Star
May 7, 2012.
Yesterday a garment factory at Mirpur caught fire. The name of the factory is Rose Garment Factory. It is situated in a five-storey building. Smoke spread the whole area as fire engulfed (গ্রাস করা) the building. Panicky(ভয়ার্ত) workers of the garment factory tried to come out of the building. They rushed (ছুটে যাওয়া) to the gate but the gate was locked.
Getting the news of fire, the Fire Brigade rushed to the spot. They tried hard to extinguish (নিভানো) fire. Besides, people from all walks of life came forward to help the firemen. After three hours of hard working the firemen brought the fire under control.
According to the sources of the Fire Brigade, ten workers of the garment factory were killed and twenty others were injured.
Most of them were trampled while rushing towards the gate. The dead were sent to the morgue and the injured were sent to the local hospital.
The cause of the fire could be known. It was suspected that the fire could be caused from short- circuit. A committee for investigation was formed to find out the cause of the fire. Besides, the local police has filed a case.

Date:
The Principle,
Ideal College Dhanmondi.
65 Central Road, Dhanmondi, Dhaka-1205
Sub: Prayer for my testimonial.
Sir,
I beg most respectfully to state  that  I have passed H.S.C examination in last year from your College. My G.P.A  is 4.88 and my Roll No is 319 in science group. Now  I intend to get myself admitted into Adamjee Cantonment College. For this I require a testimonial there for admission.
May I, therefore pray and hope that you would be kind enough to issue me  my testimonial and oblige thereby.
I remain  sir
Your most obedient pupil
Ajijul Hasan Surzo
Roll No:319
Science group.
Date:dd/mm/yy
To
The Principle,
Ideal College Dhanmondi
65,Central Road, Dhanmondi, Dhaka
Sub: Prayer for a Stage drama.
Sir,
We, the students of your college, beg to state that we want to stage a Drama “Kabar” by Munir Chowdhury in the college auditorium on the ensuring (date…). This will be a befitting cultural function in our college on the famous issue of “Language Movement”. We think that this drama has got much educative value for us.
We, therefore, pray and hope that you would be kind enough to permit us to stage the said drama in the college auditorium and sanction Tk. 4000 only to meet the necessary expense.
We remain,
Sir,
Your most obediently,
The students of "Ideal College Dhanmondi"

         

                Paragraph of Drug Addiction


Drug addiction means the condition of being unable to stop taking illegal harmful substances that some people smoke or inject. Drugs like heroine, opium,  morphine, cocaine, phensidyle etc give exciting feelings to those who take these. But frequent taking of these drugs leads a man to certain death. Among the addicted people, the young generation is larger in number. 
There are mainly two reasons behind it. First one is young people are more curious. So, whatever they see harmful or useful, they are the first to taste. Again, frustration is another cause of taking drugs. When there is no hope left for the young, they become addicted to drugs. It has become a global problem. Thousands of families in cities, towns and even rural areas all over the world are directly or indirectly affected by it. Drugs have terrible effects on human body. It is a slow poison that damages the brain and all internal functions of the body leading ultimately to death. Again, drug addiction gives birth to new crimes. Drugs are very expensive. So, young people involve in crimes to get money for taking drugs. In Bangladesh drug problem has become a national problem. Bangladesh is often used by the drug dealers as transit from one country to another. In these circumstances, all concerned must create awareness both individually and collectively. The highest punishment of dealing in or smuggling drugs is death in Bangladesh.
The law must be enforced immediately. Parents, teachers must give proper teachings so that children can choose the right thing. This curse can be eradicated only when each and every person of a country becomes aware of it.     

Dowry / Dowry System


Dowry means property or money, which is brought by a bride to her husband’s house at the time of marriage. It is a social curse. Usually in our society female children are considered (we‡ePbv Kiv) inferior (bxPy) to male children. They are thought to be no use. So greedy (‡jvfx) people claim (`vex Kiv) much money or wealth from the parents of the brides. The poor and illiterate girls mainly become the victims of dowry. It the guardians fail to fulfill the demand of the bridegrooms, they misbehave (Lvivc e¨envi Kiv) with their wives. As a result many of them get divorced or commit suicide (AvZ¥-nZ¨v Kiv) or are killed by their husbands. This system has affected our whole society. I am dead against this evil system. It should be uprooted (g~j DrcvwUZ Kiv) from the society. Government should take strict (KwVb/k³) legal measures against the person who take dowry.



Female Education


Education is the backbone of a nation. The prosperity of a country mainly depends on the education of her population. About fifty percent of the total population of a country is female. A country cannot expect her prosperity avoiding this large part of population. A man or women without education leads the life of a lower animal. 

 It is not possible to do everything in life only men. They need the help of women. in that case, female education is necessary in any ways. Firstly, women have some special task and duties. Education is very necessary to do there duties properly. Without education all there prospective faculties will be crippled. Secondly, every woman is a potential mother. Education of a child greatly depends upon its mother. In the case, an educated mother would able to bring up better than an uneducated mother. Thirdly, social responsibilities should also be shared between men and woman. In conjugal life a women can help her husband. For this purpose a women has to be educated. Otherwise she would not be able o understand her responsibilities of family. Besides, women of present society are much neglected women should be educated.  

There are some people who are strongly opposed to the female education. They think that women’s only duty is to do household affairs, rearing children and ministering to the comforts of there male partners. For this reason they say it is useless to educate women. 

We cannot think of the progress of our country avoiding our female. So all necessary steps should be taken to encourage female education for the survival of our country. It is a matter of joy that our government has already taken different steps for the expansion of female education.

                  Composition Of Digital Bangladesh

Digital Bangladesh means a technology based prosperous country where computer will be widely used. Where various types of information will be available on line, where all types of possible task will be performed using digital technology. Awami league, one of the leading political parties in Bangladesh, has declared to make a digital Bangladesh through information technology (ICT). Bangladesh is an independent country. She has achieved her freedom more than 41 years ago. But still she is burdened with many problems like overpopulation, poverty, unemployment, food problem, corruption, power crisis, natural calamities etc. considering all these; the present government has aimed at making a digital Bangladesh to overcome most of these problems. The motto of digital Bangladesh is to establish technology-based digital governance, e-commerce, e-agriculture, e-production, e-education etc. emphasizing the overall development of the country and the nation. The benefits of digital Bangladesh are many. It we can establish a digital Bangladesh, corruption will be drastically reduced. Besides, it will save people’s time and money and will make people more enterprising and thus will reduce unemployment problem. It will connect people with the whole world economically, politically, socially, academically and even culturally. It will open doors for the people to improve their conditions. It will also improve banking and financial activities. Money transfer and transition of business could be made within seconds by clicking the mouse of a computer. Agricultural, health, education, e-commerce – all these sectors will be highly benefited by making Bangladesh digital one.  For implementing this dream of digital Bangladesh, government has to take certain initiatives. First of all, uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have train our people to acquire ICT skill and ensure equitable access to digital governance services. It is a great commitment of the present Awami league government to make a digital Bangladesh by 2021. Our dream of a digital Bangladesh will be materialized, if the government can keep their world. And we will be able to make progress in all sectors. It will be no exaggeration if we say that implementation of a digital Bangladesh can help us to upload as one of the developed countries in the world by next decade.

                  Composition Of Digital Bangladesh

Digital Bangladesh means a technology based prosperous country where computer will be widely used. Where various types of information will be available on line, where all types of possible task will be performed using digital technology. Awami league, one of the leading political parties in Bangladesh, has declared to make a digital Bangladesh through information technology (ICT). Bangladesh is an independent country. She has achieved her freedom more than 41 years ago. But still she is burdened with many problems like overpopulation, poverty, unemployment, food problem, corruption, power crisis, natural calamities etc. considering all these; the present government has aimed at making a digital Bangladesh to overcome most of these problems. The motto of digital Bangladesh is to establish technology-based digital governance, e-commerce, e-agriculture, e-production, e-education etc. emphasizing the overall development of the country and the nation. The benefits of digital Bangladesh are many. It we can establish a digital Bangladesh, corruption will be drastically reduced. Besides, it will save people’s time and money and will make people more enterprising and thus will reduce unemployment problem. It will connect people with the whole world economically, politically, socially, academically and even culturally. It will open doors for the people to improve their conditions. It will also improve banking and financial activities. Money transfer and transition of business could be made within seconds by clicking the mouse of a computer. Agricultural, health, education, e-commerce – all these sectors will be highly benefited by making Bangladesh digital one.  For implementing this dream of digital Bangladesh, government has to take certain initiatives. First of all, uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have train our people to acquire ICT skill and ensure equitable access to digital governance services. It is a great commitment of the present Awami league government to make a digital Bangladesh by 2021. Our dream of a digital Bangladesh will be materialized, if the government can keep their world. And we will be able to make progress in all sectors. It will be no exaggeration if we say that implementation of a digital Bangladesh can help us to upload as one of the developed countries in the world by next decade.

Wednesday 16 November 2016



                                                                   -আবেগ শব্দ-
প্রশ্ন: আবেগ শব্দ কাকে বলে? কত প্রকার কী কী? উদাহরণসহ আলোচনা করো।
উত্তর: যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় আবেগ শব্দ। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহূত হয়। মানুষের বিচিত্র আবেগের প্রকাশ অনুসারে আবেগ শব্দকে আট ভাগে ভাগ করা যায়। এগুলো হলো—
১. সিদ্ধান্তসূচক আবেগ শব্দ ২. প্রশংসাসূচক আবেগ শব্দ ৩. বিরক্তিসূচক আবেগ শব্দ ৪. ভয় ও যন্ত্রণাসূচক আবেগ শব্দ ৫. বিস্ময়সূচক আবেগ শব্দ ৬. করুণাসূচক আবেগ শব্দ ৭. সম্বোধনসূচক আবেগ শব্দ ৮. অলংকারিক আবেগ শব্দ
সিদ্ধান্তসূচক আবেগ শব্দ: যে শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ পায়, তাকে সিদ্ধান্তসূচক আবেগ শব্দ বলে। যেমন: বেশ, তুমি যা বলছ, তা-ই হবে।
প্রশংসাসূচক আবেগ শব্দ: যেসব শব্দ প্রশংসার মনোভাব প্রকাশের জন্য ব্যবহূত হয়, সেগুলোকে প্রশংসাবাচক আবেগ শব্দ বলে। যেমন: বাঃ! চমত্কার একটা গল্প লিখেছ!
বিরক্তিসূচক আবেগ শব্দ: যেসব শব্দ ঘৃণা, অবজ্ঞা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহূত হয়, সেগুলোকে বিরক্তিসূচক শব্দ বলে। যেমন: ছি! ছি! এটা তুমি কী বললে!
ভয় ও যন্ত্রণাসূচক আবেগ শব্দ: যেসব শব্দ আতঙ্ক, যন্ত্রণা ও ভয় প্রকাশে ব্যবহূত হয়, সেগুলোকে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ বলে। যেমন:
আঃ! কী বিপদ।
বিস্ময়সূচক আবেগ শব্দ: যেসব শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে, সেগুলোকে বলা হয় বিস্ময়সূচক আবেগ শব্দ। যেমন:
আরে! তুমি আবার কখন এলে!
করুণাসূচক আবেগ : যেসব শব্দ করুণা, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে, সেগুলোকে করুণাসূচক আবেগ শব্দ বলে। যেমন:
হায়! হায়! এ অনাথ শিশুদের এখন কে দেখবে!
সম্বোধনসূচক আবেগ শব্দ: যেসব শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহূত হয়, সেগুলোকে সম্বোধনসূচক আবেগ শব্দ বলে। যেমন:
হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
আলংকারিক আবেগ শব্দ: যেসব শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশন, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহূত হয়, সেগুলোকে আলংকারিক আবেগ শব্দ বলে। যেমন: যাক গে যাক! ওসব ভেবে লাভ নেই।
                                                                   যোজক


প্রশ্ন: যোজক কাকে বলে? যোজক কত প্রকার কী কী? উদাহরণসহ আলোচনা করো।

উত্তর: যোজক: যেসব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের বা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে যোজক বলে। যোজকের কাজ হলো একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প বা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পর্কিত করা। যেমন:
এতগুলো বই আর খাতা ওই ব্যাগে ধরবে?
গ্লাসটা ভালো করে ধরো, নইলে ভেঙে যাবে।
অর্থ ও সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে যোজক শব্দকে নিচের ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. সাধারণ যোজক
২. বিকল্প যোজক
৩. বিরোধমূলক যোজক
৪. কারণবাচক যোজক ও
৫. সাপেক্ষ যোজক।
সাধারণ যোজক: যে যোজক দুটি শব্দ বা বাক্যকল্পকে জুড়ে দেয়, তাকে সাধারণ যোজক বলে। আর, এবং, ও, বা, কিংবা তথা—এগুলো সাধারণ যোজক। যেমন:
দুটি শব্দের সংযোগক: সুখ ও সমৃদ্ধি কে না চায়? অলি আর কলি একে অন্যের বন্ধু।
দুটি বাক্যকল্পের সংযোগ: আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
দুটি বাক্যের সংযোগ: জলদি দোকানে যাও এবং একটা পাউরুটি কিনে আনো।
বিকল্প যোজক: যে যোজক একাধিক শব্দ বা বাক্যকল্প বা বাক্যের বিকল্প নির্দেশ করে, তাকে বিকল্প যোজক বলে। যেমন: মৌসুমী হয় ট্রেনে, না হয় বাসে যাবে।
সারা দিন খুঁজলাম, অথচ কোথাও গরুটা পেলাম না।
বিরোধমূলক যোজক: যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বক্তব্যের সংশোধন বা বিরোধ নির্দেশ করে, তাকে বিরোধমূলক যোজক বলে। যেমন:
এত বৃষ্টি হলো, তবু গরম গেল না।
তোমাকে খরব দিয়েছি, কিন্তু তুমি আসোনি।
কারণবাচক যোজক: যে যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, যার একটি অন্যটির কারণ নির্দেশ করে, তাকে কারণবাচক যোজক বলে। যেমন:
জিনিসের দাম বেড়েছে, কারণ হরতাল-অবরোধ চলছে।
খুব ঠান্ডা লেগেছে, তাই আইসক্রিম খাচ্ছি না।
সাপেক্ষ যোজক: যে যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহূত হয়, তাকে সাপেক্ষ বা শর্তবাচক যোজক বলে। প্রথাগত ব্যাকরণে এগুলোকে বলে নিত্যসম্বন্ধীয় অব্যয়। যেমন:
যত গর্জে তত বর্ষে না।
যথা ধর্ম তথা জয়।

                                                  ভাষন লেখার নিয়ম/ডেমো ।    

বিদায় অনুষ্ঠানের ভাষন



বিসমিল্লাহির রাহমানির রাহীম 

আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আমার প্রিয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং আমার ছোট ভাই ও বোনেরা "আসসালামু আলাইকুম" 

আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্বরন করছি। শহীদ গাজী আলাউদ্দিন মাষ্টারকে। যিনি এই চর এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তার অসামান্য অবদান "নূতন বাক্তার চর উচ্চ বিদ্যালয়" প্রতিষ্ঠা করেন। 
আমি আরও স্বরন করছি বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরিকে। যিনি এই প্রতিষ্ঠানকে কলেজে পরিবহণ করে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পথকে সহজ করে দিয়েছেন। ওনার জন্যই আমারা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। 

আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমারা যেন এই স্কুল এন্ড কলেজের মুখ উজ্জল করতে পারি এবং এই প্রতিষ্ঠানের জন্য সম্মান বয়ে আনতে পারি। 

কবি'র ভাষায় বলতে চাই, 

কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন 
মিশে আছে এইখানে 
প্রতিটি পাথর-বেঞ্চ-ঘণ্টা সবার মাঝে 
আমাদের ভালবাসা 
আজ ছাড়িতে হবে এসব, 
দিতে হবে বলি, একি ব্যাথা। 
রচিত হবে স্মৃতির মাঠ, হবে কি আর কখনো এভাবে আসা? 

হে প্রিয় আলয়, তোমায় বলি, করি শেষ আরতি 
আমাদের যেন ভুলিও না তুমি, 
রেখো মনে চিরদিন। 

সবশেষে, 
এই স্কুল থেকে চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি স্মৃতি। 
আমাদের সকল ভুল,বেয়াদবি মাফ করে দেবেন। 
আর সকল ছোটভাই দের জন্য 
রইলো শুভকামনা।
                                                     
                                        প্রতিবেদন লেখার ডেমো 

প্রতিবেদনের শিরোনাম : 'ক' সরকারি কলেজ গ্রন্থাগার 

সরেজমিন তদন্তের স্থান : 'ক' সরকারি কলেজ 

প্রতিবেদন তৈরীর সময় ও তারিখ : সকাল —১০ টা , আগস্ট ২৮, ২০১৩

প্রতিবেদকের নাম ও ঠিকানা : স , ২য় বর্ষ — বিজ্ঞান বিভাগ 'ক' সরকারি কলেজ ।

জনাব,

অধ্যক্ষ, 'ক' সরকারি কলেজ , আমি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমাদের কলেজ গ্রন্থাগারের উপর ভিত্তি করে একটি অনুসন্ধানী প্রতিবেদন নিম্নে উপস্থাপন করলাম । 

'ক' সরকারি কলেজ গ্রন্থাগারের বেহালদশা

'ক' জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'ক' সরকারি কলেজ ইতোমধ্যে সর্বজনস্বীকৃতি লাভে সক্ষম হয়েছে । এ প্রতিষ্ঠানে ভালো পড়ালেখার বাইরে এর বিশেষত্ব ছিল একটি সমৃদ্ধ কলেজ গ্রন্থাগার । যার ফলে পাঠক হাজার বছর অতীতের সঙ্গে এক সেতুবন্ধন রচনায় সক্ষম হয়েছে । আমাদের অনেক সম্মানিত শিক্ষকবৃন্দও এ গ্রন্থাগার নিয়মিত ব্যবহার করে আসছেন । কিন্তু কিছু অব্যবস্থাপনার কারণে আমাদের শতবর্ষী ঐতিহ্যবাহী কলেজ গ্রন্থাগারটি তার ঐতিহ্য হারাতে বসেছে । 

এ অনুসন্ধান চলাকালে আমাদের কলেজ গ্রন্থাগারে যে সকল সমস্যার দিক ফুটে উঠেছে , তা নিম্নে তুলে ধরা হল: 

* গ্রন্থাগারে আসন সংখ্যা খুবই সীমিত । 

* এক সঙ্গে ২০—২৫ জন বসে পড়ালেখার সুযোগ নেই । 

* শিক্ষার্থী অনুপাতে সহায়ক গ্রন্থের পরিমাণ কম । 

* নতুন সংস্করণের বই নেই বললে চলে । 

* সংগৃহিত বইসমূহ বিজ্ঞানভিত্তিক ক্যাটালগ পদ্ধতিতে সাজানো নেই । ফলে কাঙ্ক্ষিত বই খুঁজে পেতে সমস্যা হয় ।

একজন অদক্ষ সহকারি গ্রন্থাগারিক দিয়ে যেনতেনভাবে গ্রন্থাগারটি পরিচালনা করা হচ্ছে । গ্রন্থাগারটি অধ্যক্ষ মহোদয়ের পাশের কক্ষের সঙ্গে যুক্ত হওয়ায় যখন তখন ব্যবহার করাও সম্ভব হয়না। গ্রন্থাগার থেকে কোন বই বাড়িতে নেয়ার সুযোগ নেই ্। কলেজ ছুটির পর গ্রন্থাগারটিও বন্ধ হয়ে যায় । অতিরিক্ত সময় পড়ার সুযোগ থাকেনা । গ্রন্থাগারে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নেই এবং কক্ষে যথেষ্ঠ আলোক স্বল্পতা রয়েছে । এসকল সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের কলেজ গ্রন্থাগারটিকে তার হারানো ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনা সম্ভব । এ ছাড়াও আরো যে সকল পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিম্নে তুলে ধরা হল : গ্রন্থাগারের জন্যে আলাদা ভবন নির্মাণ করতে হবে । শিক্ষার্থী অনুপাতে সহায়ক গ্রন্থের সংখ্যা বাড়াতে হবে । নতুন নতুন সংস্করণের বই সংগ্রহ করতে হবে । সংগৃহিত বইসমূহ বিজ্ঞানভিত্তিক ক্যাটালগ পদ্ধতিতে সাজিয়ে নিতে হবে, যাতে অতি সহজে খুঁজে পাওয়া যায় । এক জন দক্ষ ও অভিজ্ঞ গ্রন্থাগারিক নিয়োগ করতে হবে। গ্রন্থাগার থেকে বই বিতরণের উদ্যোগ নিতে হবে । ক্লাশ ছুটির পরও গ্রন্থাগারে পড়ার সুযোগ দিতে হবে । পাঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । গ্রন্থাগারে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হবে । তবেই আমাদের কলেজ গ্রন্থাগারটি তার আপন মহিমায় উদ্ভাসিত হবে ।

*তথ্যসূত্র : 

১.ছাত্র—ছাত্রীদের সাক্ষাত্কার 

২.সম্মানিত শিক্ষকমন্ডলির মতামত গ্রহণ 

৩. সহকারী গ্রন্থাগারিকের সাক্ষাত্কার ৪.নিজস্ব অভিজ্ঞতা
বাংলা দ্বিতীয় পত্র 

                                স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

ভাব-সম্প্রসারণ : অগণিত লোকের প্রাণান্তকর সংগ্রাম এবং অঢেল রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। এত ত্যাগ ও কষ্ট সাধনের পর যে স্বাধীনতা অর্জিত হয় তা রক্ষা করার জন্য অধিকতর সচেতনতা, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। 
অন্যের অধিকার বা শাসনের বাইরে থাকার নাম স্বাধীনতা। স্বাধীনতা জাতীয় জীবনের অমূল্য সম্পদ। স্বাধীনতা অর্জন কঠোর শ্রম ও সীমাহীন ত্যাগের ফল বলে বিবেচনা করতে হয়। অনেক ত্যাগ-তিতিক্ষা এবং বহু প্রাণের আত্মবিসর্জনের মধ্য দিয়ে এ স্বাধীনতা অর্জিত হয়। কারণ শক্তিমান শাসকরা কখনও পদানত জাতিকে স্বাধীনতা দান করে না। কষ্টার্জিত এ স্বাধীনতা শুধু অর্জনের মধ্যে আবদ্ধ রাখলে তার যথার্থ রূপ প্রত্যক্ষ করা যায় না। স্বাধীনতাকে মর্যাদাশীল করে রাখতে হয়। আর মর্যাদাশীল করে রাখার কাজটিই সবচেযে দুরূহ ও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সংগ্রাম আর অপরিসীম আত্মত্যাগে যে স্বাধীনতার আগমন ঘটে তার সামনের দিনগুলো আরও ভয়াবহ ও সংকটময় বলে বিবেচিত হয়। তাই স্বাধীনতা রক্ষা করার জন্য আরও বেশি শক্তি প্রয়োজন। কারণ স্বাধীন দেশের ভেতর ও বাইরে শত্রুর অবধি থাকে না। বাইরে ও ভেতরের বিরোধিতা থেকে দেশের স্বাধীনতা রক্ষার সাধনা যথার্থই কঠোর সাধনা। স্বাধীনতার পূর্বেকার শত্রুরা অদৃশ্যভাবে দেশের ক্ষতি করে। তাদের পরাজিত করা অত্যন্ত কষ্টের ব্যাপার। এভাবে চলতে থাকলে রাষ্ট্রীয় জীবনে হতাশা দেখা দেয়, কর্মোদ্দীপনা কমে যায় এবং জাতীয় উন্নতির পথ হয় কণ্টকাকীর্ণ। তখন স্বাধীনতার গুরুত্ব, তাৎপর্য ও মর্ম রক্ষা করার প্রশ্ন বড় হয়ে দেখা দেয়। তাই স্বাধীনতা রক্ষার জন্য দেশের আপামর জনসাধারণকে অশেষ চেষ্টা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে মাঠে-ময়দানে, কল-কারখানায় অবিরাম কাজ করতে হয়। দেশকে শিল্প ও বাণিজ্যে উন্নত করে দেশের আর্থিক সচ্ছলতা আনতে হয়। কৃষির উন্নতি বিধান করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হয়। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যদি দৃঢ় থাকে এবং দেশ যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলেই জনসাধারণের মধ্যে প্রেরণা ও সচেতনতা পরিলক্ষিত হয়। তখন দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার ভয় থাকে না। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে কাজগুলো করা খুব সহজ নয়। ১৯৭১ সালে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা ৩০ লাখ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলেন, তাকে কি আমরা যথেষ্ট মর্যাদার সঙ্গে রক্ষা করতে পারছি? স্বাধীনতা লাভের পরও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে নীতিহীনতা, অত্যধিক ব্যয়ের প্রবণতা, অসামাজিক কার্যকলাপ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বেড়ে চলছে_ এ অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তবে স্বাধীনতা রক্ষা করা কি সত্যিই সম্ভব হবে? অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে যথেষ্ট সচেতন ও শক্তিশালী না হলে স্বাধীনতা রক্ষা করা সত্যিই দুরূহ হয়ে পড়বে। স্বাধীনতাহীনতায় এ পৃথিবীর কেউই বাঁচতে চায় না। ফলে স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের মধ্যেই থাকে। কিন্তু একে রক্ষা করার বিষয়টিও ভুলে গেলে চলবে না, সবার সমবেত চেষ্টা ছাড়া স্বাধীনতাকে সত্যিকার অর্থে অর্থবহ ও রক্ষা করা সুকঠিন হবে।